জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দিতে আসলে তাৎক্ষণিক বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হয়েছে।
বিএসএফ সদস্যরা এর আগেও পর পর দুইবার পাঁচবিবির সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। তখনও বেড়া দিতে পারেনি তারা। এমন ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দারা চরম উদ্বেগে জীবন যাপন করছে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) ঘনকুয়াশার মধ্যে সকালে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন। সীমান্তের ২৮১ নম্বর পিলারের সাব-পিলার, ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই কাজ চলছিল। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা নির্মাণ কাজে বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন
এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে বিজিবি।
ঘোনাপাড়া এলাকার বাসিন্দা খলিলুর রহমান বলেন, বারবার বিএসএফ এই এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসছে। বিজিবির বাধায় আবার তারা কাজ বন্ধ করেও যাচ্ছে। এসব ঘটনায় আমাদের খুব ভয় লাগে। কখন যে কি ঘটে সেই চিন্তাই আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এর একটি স্থায়ী সমাধান হওয়া দরকার।
বিজ্ঞাপন
জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
প্রতিনিধি/এসএস

