কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে জি-০৪ রাইফেলের দুই রাউন্ড গুলিসহ ছয়জন রোহিঙ্গা অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বহনের সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছেন পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইনবাগান এলাকায় রামু-টু-মরিচ্যা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মো. আলমের (৩৫) পকেট থেকে জি-০৪ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার সঙ্গে থাকা আরও পাঁচ যাত্রীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. আলম (৩৫), এনায়েতুর রহমান (২০), নবী হোছন (৪৪), মো. রফিক (৩৭), মো. আমিন (২৫) ও খায়ের হোছন (৩৭)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
![]()
বিজ্ঞাপন
ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস

