শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চট্টগ্রাম-১০: অবশেষে মনোনয়ন পেলেন নোমানপুত্র তূর্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম-১০: অবশেষে মনোনয়ন পেলেন নোমানপুত্র তূর্য
বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমান ও তার ছেলে সাঈদ আল নোমান তূর্য। ছবি: সংগৃহীত

অবশেষে চট্টগ্রাম-১০ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্ষীয়ান প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তূর্য।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য জানানা।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান তূর্যকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১১ আসন থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।   

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও চট্টগ্রাম-১০ আসনে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতদিন চট্টগ্রাম-১১ আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। ওই আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নাজিমুর রহমান মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ওই ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী কয়েকজন নেতাকর্মীকে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সময়ে সালাউদ্দিনের অনুসারীরা এলাকায় আনন্দ মিছিল করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।


বিজ্ঞাপন


এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর