শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ ভাইয়ের

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম

শেয়ার করুন:

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ ভাইয়ের

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেরার ডুমদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান (৬৫) ও দুলাল খান (৫৭)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুলাল খান ঘটানাস্থলেই নিহত হয়। মারাত্মক আহত অপর ভাই মোটরসাইকেল চালক রুহুল আমিন খানকে গোপালগঞ্জ আড়াই শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা জেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি খাগাইলে যাচ্ছিলেন।

এদিকে, আপন দুই ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর