শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ২

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ২

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রক্সি প্রদান ও নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে দুই পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত তদারকি টিমের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে একজন প্রক্সি প্রদানকারী এবং অপর একজনকে ইলেকট্রনিক ডিভাইসসহ হাতেনাতে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক প্রক্সি প্রদানকারী হলেন, বোচাগঞ্জ থানার পশ্চিমপাড়া গ্রামের মইনুদ্দিনের ছেলে মো. আলম (৩০)। অন্য আরেক জন পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

আরও পড়ুন

ভালুকায় দিপু হত্যা: আরও ৬ জন গ্রেফতার, মোট আটক ১৮

অপরদিকে, নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক হন ঠাকুরগাঁও সদর থানার পুরাতন ঠাকুরগাঁও এলাকার আনসার ইসলামের ছেলে মো. আসাদ আলী (২৫)। পরীক্ষা চলাকালীন তার কাছে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি প্রদানকারী মো. আলমকে ১৫ দিনের কারাদণ্ড এবং ইলেকট্রনিক ডিভাইস বহনকারী মো. আসাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক। এ বিষয়ে তিনি বলেন, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর