টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় মা ও তার ১০ মাস বয়সি শিশু কন্যা নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, ফেনী জেলার সোনাগাজী উপজেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) ও তার ১০ মাস বয়সি কন্যা তাজরিয়া কবির পিয়ম। তারা রাজধানীর মিরপুর শাহআলী এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রাইভেটকারযোগে ঢাকার মিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে পৌঁছালে তাদের বহনকারী সাদা রঙের (ঢাকা মেট্রো খ-১৩-০৪৩০) প্রাইভেটকারটি সামনে থাকা ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট-১৮-৩৭৬৩) ট্রাককে ধাক্কা দেয়। ওই প্রাইভেটকারটিকে অন্য একটি লাল রঙের (ঢাকা মেট্রো-ঘ-১৪-৮৫৪৯) প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। অন্যদিকে পেছনে থাকা অপর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮২৩৮) লাল রঙের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ ঘটনায় সাদা প্রাইভেটকারে থাকা যাত্রী মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
এ বিষয়ে মির্জাপুর গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সারোয়ার সত্যতা নিশ্চিত করে বলেন— আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়।
প্রতিনিধি/এসএস

