শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

খুলনায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারী নিহত

খুলনার মহানগরীর এসওএস শিশুপল্লীর সামনে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক প্রাইভেটকারের চালককে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় গল্লামারীমুখী বেপরোয়া গতির একটি প্রাইভেটকার মহিলাকে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে রাস্তার ওপর পড়ে যান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে হত্যা

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের পরিচয় শনাক্তে বিভিন্নস্থানে সংবাদ পাঠানোর পাশাপাশি পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর