কক্সবাজার সদরের দরগাহ পাড়ায় মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সোহেল (২৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সোহেল কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকার আব্দুর শুক্কুরের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কক্সবাজার শহরমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক সোহেল গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই মিনিবাসের চালক ও তার সহকারী গাড়িটি ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত সোহেলকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, দুর্ঘটনার সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মিনিবাস ও অটোরিকশা জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত মিনিবাস চালক ও সহকারীকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস

