শীতের ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ থেকে ১৫ জন।
নিহতরা হলেন–ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ গ্রামের মো. সিরাজুল ইসলাম ব্যাপারীর ছেলে আব্দুল গণি (৩৮), একই গ্রামের মো. কালু খাঁর ছেলে মো. সাজু (৪৫), কচুখালি গজারিয়া গ্রামের মিলনের স্ত্রী রীনা আক্তার (৩৫) ও চরফ্যাশন উপজেলার আহমেদপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. হানিফ (৬০)।
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর চাঁদপুরের হাইমচরের হামিদচর এলাকার মেঘনা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
![]()
বিজ্ঞাপন
ভোল জেলা প্রশাসক মো. শামীম রহমান নিহত চারজনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে। সেজন্য তালিকা তৈরি করা হয়েছে।
প্রতিনিধি/এসএস

