শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানের আগমন ঘিরে স্মৃতিসৌধ চত্বরে বিএনপি নেতা-কর্মীর ভিড়

জেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের আগমন ঘিরে স্মৃতিসৌধ চত্বরে বিএনপি নেতা-কর্মীর ভিড়

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনিয়ে সাভার-আশুলিয়ায়সহ বিভিন্ন স্থানের নেতা-কর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বরে ভিড় করছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে বিএনপির নেতা-কর্মীদের ভিড়ের এ চিত্র দেখা যায়।


বিজ্ঞাপন


thumbnail_1000222831

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটল পর্যন্ত প্রায় দশ হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে আসছে বিএনপির নেতা-কর্মীরা ।

1000222824

এসময় সাভার পৌর বিএনপির সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছে। সে আজকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানাতে আসবেন। তাই আমরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

তারেক রহমানের অপেক্ষায় সকাল থেকেই সড়কে সড়কে নেতাকর্মীরা 

1000222832

বিএনপির সমর্থক আমিনুল বলেন, আমি ঢাকার ধামরাইয়ের থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি। তারেক রহমানের বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করেছে। আজ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন, তাই আমরাও সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি বলে জানান তিনি।

1000222827

অন্যদিকে মতিউর রহমান নামে এক ব্যক্তি বলেন, আমি বিএনপিকে সমর্থন করি এবং দলকে ভালোবাসি। আজ আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মৃতিসৌধে আসবে। তাই তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছি। এই দিনটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর