শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানের অপেক্ষায় সকাল থেকেই সড়কে সড়কে নেতাকর্মীরা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের অপেক্ষায় সকাল থেকেই সড়কে সড়কে নেতাকর্মীরা 
তারেক রহমানের অপেক্ষায় সকাল থেকেই সড়কে সড়কে নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই বিজয় সরণি ও আশপাশের এলাকায় খণ্ড খণ্ডভাবে জড়ো হতে দেখা গেছে তাদের। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।


বিজ্ঞাপন


1

সরেজমিনে দেখা গেছে, অনেক নেতাকর্মী রাত থেকেই অবস্থান নিয়েছেন সড়কের পাশে ও ফুটপাতে। যানজট ও যান চলাচলে বিঘ্নের কারণে অনেকে হেঁটেই নির্ধারিত স্থানের দিকে যাচ্ছেন। কোথাও কোথাও যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।

2

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর প্রিয় নেতার দেশে ফেরাকে ঘিরে তাদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাস কাজ করছে। তাই সকাল থেকে মোড়ে মোড়ে অবস্থান নিয়ে তারা নেতার আগমনের পথে অপেক্ষা করছেন।


বিজ্ঞাপন


এদিকে, ভিড় সামলাতে বিভিন্ন স্থানে রাস্তা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিও বেড়েছে। 


এএইচ/এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর