ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১৮ জনকে গ্রেফতার করা হলো।
নতুন গ্রেফতারকৃরা হলেন- তাকবির (২২), রুহুল আমিন (৪২), নূর আলম (৩৩), মো. শামীম মিয়া (২৮), সেলিম মিয়া (২২) ও মো. মাসুম খালাসী (২৩)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং ভালুকায় বিভিন্ন সংস্থায় কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতরা ঘটনার দিন কারখানার ভেতরে শ্রমিক ও কর্মচারীদের উস্কানি দিয়েছিলেন। তারা স্লোগান দিয়ে উত্তেজনা ছড়িয়ে দেন এবং দিপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে কারখানা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার প্রেক্ষাপট
গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকায় ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড’ কারখানায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে দিপু চন্দ্র দাসের ওপর হামলা চালায় একদল উত্তেজিত জনতা। গণপিটুনিতে দিপুর মৃত্যু হলে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ওই দিন রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে মহাসড়কের পাশ থেকে নিহতের অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করে।
এই ঘটনার পরদিন নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে ডিবি ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।

