চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আলমডাঙ্গা–চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত কিশোরের নাম তানজিল (১৭)। তিনি আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল স্কুলপাড়ার বাসিন্দা তোহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে তানজিল তার বোনের বাড়ি উপজেলার নাগদাহ গ্রামে যাওয়ার পথে একটি বালুভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি ধাওয়া করলে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
![]()
বিজ্ঞাপন
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস

