সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে গাড়িচাপায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে গাড়ি চাপায় পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. অলিল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। 

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলিল মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ষাড়েরগঞ্জ এলাকার বাসিন্দা।


বিজ্ঞাপন


হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান রাত ৮টায় জানান, দুর্ঘটনার পরপরই নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পরবর্তীতে হবিগঞ্জ পিবিআই-এর সহায়তায় এনআইডি যাচাই করে তার পরিচয় শনাক্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর