সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা সভা সফল করতে গাজীপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বর এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন।


বিজ্ঞাপন


এসময় বক্তব্য রাখেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফজলুল হক মিলন বলেন, যে জায়গায় তারেক রহমানকে সংবর্ধনা প্রদান করা হবে তা গাজীপুরের অনেক কাছে। এই সভা সফল করতে জেলা থেকে লক্ষাধিক লোকের অংশগ্রহণ থাকবে।

এ সময় বিপুল সংখ্যক মানুষের আগমনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি নিতে তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর