বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জয়পুরহাটে আনন্দ মিছিল বের করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়েল, তৌফিক এলাহি, গোলাম রব্বানী রাব্বি, আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, আবু বক্কর সিদ্দিক বাবু, আবু সাঈদ সোহেল, মহিদুল ইসলাম খান রাজিব, রেজহাত হোসেন রনি, মুনির, জিল্লুর রহমান, পলাশসহ প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপোশহীন নেতৃত্ব দিয়ে আসছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার হবে। যুবসমাজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে।
তারা আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা এ দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। যুবদল তার নির্দেশনায় রাজপথে সক্রিয় থাকবে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
প্রতিনিধি/ এজে

