শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে ফেনীতে এনসিপির মশাল মিছিল

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে ফেনীতে এনসিপির মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে মশাল মিছিল করেছেন এনসিপি।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ মশাল মিছিল বের করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_32896

মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ফেনী প্রেসক্লাব, কেন্দ্রীয় বড় মসজিদ, ট্রাংক রোড ও ফেনী মডেল থানা প্রদক্ষিণ করে খেজুর চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন

‘নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করে হাদি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব’

মিছিলে, 'আমি কে, তুমি কে হাদি হাদি', 'আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব', 'হাদি হত্যার বিচার চাই, বিচার চাই বিচার চাই', 'শেইম শেইম, ইন্টেরিম ইন্টেরিম', 'ভারতীয় আগ্রাসন বন্ধ কর, করতে হবে', 'আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ', 'দিল্লি যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি', 'পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি', 'সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ' এমন নানা প্রতিবাদী স্লোগান দেন বিক্ষোভকারীরা।


বিজ্ঞাপন


thumbnail_32903

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে হাদি আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথে হাঁটতে আমরা লাখো হাদি প্রস্তুত। যতদিন এ দেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে, ততদিন রাজপথে আমাদের লড়াই চলবে। হাদির খুনিরা যেখানেই থাকুক, অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর