মিরসরাইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি শোক মিছিল বের করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের আয়োজনে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যার্টনি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুনসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন নেতারা।
এসময় অ্যাডভোকেট সাইফুর বলেন, আমরা শোককে শক্তিতে রুপান্তর করার জন্য আমাদের এই আয়োজন। এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা ইস্পাত প্রাচীর ঐক্যবদ্ধ এটা প্রমাণ করে দিতে চাই। ওসমান হাদীর উত্তরসূরিরা ইস্পাত প্রাচীর কঠিন সংকল্প নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য এখনও বেঁচে রয়েছে। বাংলাদেশ বিরোধী চক্রের কাছে জানিয়ে দিতে চাই আমাদের হত্যা করে বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন ব্যর্থ করা যাবে না। আমাদের ভাই ওসমান হাদী শাহাদাত বরণ করেছেন, আমরা যারা বেঁচে আছি পুরো দায়িত্বটা এখন আমাদের উপরে। আগামীর নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

