শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ২ জনকে লাখ টাকা অর্থদণ্ড

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ২ জনকে লাখ টাকা অর্থদণ্ড

ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ২ জনকে লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ও ছনুয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ও ছনুয়া ইউনিয়নে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটা ও পরিবহনের দায়ে অভিযুক্ত মফিজুর রহমান, জমির মালিক জসিম উদ্দিন হাতে-নাতে গ্রেফতার হন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় জমির মালিককে ৫০ হাজার টাকা এবং পরিবহনের মালিককে ৫০ হাজার টাকা, ২ জনকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তারা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। অভিযানে সহায়তা করেন ফেনী মডেল থানা ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ২টি পুলিশ টিম।

আরও পড়ুন

অনাবাদি জমিতে এখন মিষ্টি আলুর সমাহার

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বলেন, ফসলি জমির মাটি কাটায় কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে। মাটি কাটা বন্ধে ও জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর