গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতশত শিক্ষার্থীর অংশগ্রহণে এই গায়েবানা জানাজা সম্পন্ন হয়। এসময় শিক্ষার্থীরা জানাজা শেষে শহীদ ওসমান হাদীর প্রতীকী কফিন নিয়ে মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
মিছিলে শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও’, ‘ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আপস না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘শাহবাগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘কালচারাল ফ্যাসিস্টদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন।
গায়েবানা জানাজার নামাজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।
এসময় বক্তারা বলেন, যখনই আমাদের দেশের কোনো দেশপ্রেমিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাকে হত্যার শিকার হতে হয়েছে। ২০১৩ সালে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়। ২০১৮ সালে আবরারকে হত্যা করা হয়। সর্বশেষ আমাদের সবার প্রিয় ওসমান হাদি ভাইকে জীবন দিতে হয়েছে। এছাড়াও ভারতের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে খুনি হাসিনা ভারতের কথায় ষড়যন্ত্র করে হত্যা করেছে। তাই আমরা ভারতকে স্পষ্টভাবে বলতে চাই—তোমরা আমাদের হত্যা করে রুখতে পারবে না। এই দেশ থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদের শিকড় উপড়ে ফেলব।
বিজ্ঞাপন
![]()
শিক্ষার্থীরা আরও বলেন, ইদানীং আমরা কিছু কালচারাল ফ্যাসিস্ট ও শাহবাগী সুশীলদের দেখতে পাচ্ছি, যারা ওসমান হাদি ভাইয়ের মৃত্যুকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছে এবং ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে। তাদেরকে স্পষ্ট বলতে চাই তোমরা ভারতীয় আধিপত্যের পক্ষে কথা বললে ভারতে চলে যাও। তোমরা মোদির পক্ষে কথা বললে মোদির কাছে চলে যাও। ওসমান হাদি ভাইয়ের সংগ্রাম ছিল এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমাদের সংগ্রামও এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে চলছে, চলবে ইনশাআল্লাহ।
প্রতিনিধি/এসএস

