ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে গাইবান্ধার সাঘাটা উপজেলার ছাত্র-জনতার মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এরই একপর্যায়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার উল্লাবাজার এলাকায় অবস্থিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি কার্যালয়ে ভাঙচুর করেছে তারা।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, শহীদ হাদির মৃত্যুকে ঘিরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে দিতে উল্লাবাজার এলাকায় জড়ো হয়। এসময় তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে। পরে উত্তেজিত জনতা ওই কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র, ব্যানার ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় টহল জোরদার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।
প্রতিনিধি/এসএস

