শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩ দিন পর ফের নির্বাচনের ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থী

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

৩ দিন পর ফের নির্বাচনের ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থী

তিন দিনের মাথায় আবারও মত পালটালেন নারায়ণগঞ্জ ৫ আসন (সদর-বন্দর) বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার ৩ দিনের মধ্যে নেতা কর্মীদের চাপে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফের নির্বাচন করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ও পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণার তিনদিন পর ফের নির্বাচন কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।


বিজ্ঞাপন


শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর তল্লা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নেতাকর্মীদের কাছে তিনি এ ঘোষণা দেন। এসময় মাসুদুজ্জামান মাসুদ তার নেতাকর্মীদের কাছে নিরাপত্তা চেলে বলেন, গত ১৬ ডিসেম্বর আমি নির্বাচন না করার যে ঘোষণা দিয়েছিলাম তা থেকে সরে এসেছি। আপনারা আমার পরিবার, আপনারাই আমাকে নিরাপত্তা দেবেন। আমি নির্বাচন করব।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোর ঘোষণা

মাসুদুজ্জামানের কর্মী সমর্থকরা জানিয়েছেন, নানা ইস্যুতে মাসুদুজ্জামানের ওপর কিছু চাপ ছিল। যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শেষতক চাপের কাছে হার মেনে তিনি সিদ্ধান্ত নেন নির্বাচন করবেন না। পরে তার অনুসারীরা বিক্ষোভ মিছিল করেন। তারা তাকে নির্বাচন করতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলে শুক্রবার বিকেলে কর্মী সমর্থকদের সামনে তিনি ফের নির্বাচন করার ঘোষণা দেন।  

গত ৩ ডিসেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে ছিলেন মাসুদুজ্জামান মাসুদ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর