নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষিত মাসুদুজ্জামান মাসুদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরে যাওয়ার ঘোষণা দেন।
বিজ্ঞাপন
মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি নির্বাচন করবো না। আমি মনোনয়ন কিনব না। এজন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।
তিনি বলেন, গত ৫-৬ মাসে আমি অনেক জায়গায় গিয়েছি। সেখানে সবার সাড়া পেয়েছি। কিন্তু ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক কারণে আমাকে এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
গত ৩ নভেম্বর সন্ধ্যায় দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ব্যবসায়ী নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদকে প্রার্থী ঘোষণা দেন। এরপর থেকে মাসুদুজ্জামান নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছিলেন।
প্রতিনিধি/ এজে

