চাঁপাইনবাবগঞ্জের সার্কিটহাউস মোড়ে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ট্রাকের ধাক্কায় রিফাত ও সোহাগ নামে দুইজন নিহত হয়েছেন।
নিহত রিফাত চাপাইনবাবগঞ্জ পৌঁর এলাকার পোলাডাঙ্গা মহল্লার শাহ আলমের ছেলে এবং সোহাগ আজাইপুর পচাপুকুর এলাকার আশরাফুলের ছেলে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, এক ট্রাফিক পুলিশ সার্কিট হাউস মোড়ে একটি মোটরসাইকেলকে ধাওয়া করলে সে পালানোর সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে রিফাত ঘটনাস্থলেই মারা যায় এবং সোহাগকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিশ্বরোড মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরসহ একটি মোটরসাইকেল ও বক্সের আসবাবপত্রে আগুন দেয়। সদর থানার ওসি নূরে আলম বলেন এ বিষয়ে পরে কথা বলব।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

