নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে ফেইসবুকে হুমকি দেওয়া স্ট্যাটাস ডিলিট করে আইডি হ্যাক হওয়ার দাবি করেছেন পোস্টকারী।
গতরাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হান্নান মাসুদকে নিষিদ্ধ করাসহ খারাপ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। এরপর ওই পোস্ট ডিলিট করে আইডি হ্যাক হওয়ার দাবি করে আরেকটি স্ট্যাটাস দেয় পোস্টকারী।
বিজ্ঞাপন
যেখানে দাবি করা হয়- দুঃখজনক হলেও এটাই সত্যি গতকাল রাত থেকে আমার ফেইসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে এবং আইডি হ্যাক হওয়ার পর থেকে কিছু বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক পোস্ট হয়েছিল। কয়েকজন থেকে জানার পর আইডি ঠিক করে পোস্টগুলো ডিলিট করে দিয়েছি। আব্দুল হান্নান মাসুদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো মতো বিরোধ নেই। আমার আইডি হ্যাক হওয়ার কারণে- বিভ্রান্তমূলক পোস্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ সরকার গঠনে সম্ভাবনাময় একটি দলের পক্ষে সম্প্রতি অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ নিয়ে এনসিপি প্রার্থী হান্নান মাসুদের সমর্থকদের সঙ্গে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়।
এ নিয়ে সম্প্রতি আব্দুল হালিম আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার গুঞ্জন শুরু হলে তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এর দায় হান্নান মাসুদের ওপর চাপিয়ে এমন হুমকি দেওয়া শুরু করে। 'রুপক নন্দী' আব্দুল হালিম আজাদেরই একজন সমর্থক বলে জানা যায়।
বিজ্ঞাপন
এনসিপির হাতিয়া উপজেলা শাখা আহ্বায়ক সামছল তিব্রীজ শুক্রবার সকালে 'ঢাকা মেইল'কে জানান, শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে ফেইসবুকে হুমকি দেওয়ার ঘটনায় হাতিয়া থানায় জিডি করা হয়েছে। হুমকি দাতা আইডি হ্যাক হওয়ার দাবি করে যে স্ট্যাটাস দিয়েছে- তা নিয়ে এনসিপি প্রার্থীর সঙ্গে আলোচনা করা হবে।
এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, ফেইসবুকে হুমকির ঘটনায় থানায় জিডি হয়েছে। আইডি হ্যাক হওয়ার দাবি করে পোস্টকারি আবার যে স্ট্যাটাস দিয়েছে তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেব।
প্রতিনিধি/এসএস

