বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাতিয়ায় হান্নান মাসুদের সমর্থকদের ওপর হামলা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় হান্নান মাসুদের সমর্থকদের ওপর হামলা

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের তিন সমর্থকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক আলোচনাতে এনসিপি নেতা হান্নান মাসুদ এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালনের আহ্বান জানান। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য শুল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পরে আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

আরও পড়ুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল জব্দ, এলাকায় আতঙ্ক

আহতরা হলেন- মধ্যম শুল্লকিয়া গ্রামের মো. ওমর ফারুকের ছেলে মো. হাছান উদ্দিন, মো. সালাউদ্দিনের ছেলে এমদাদ হোসেন এবং এমরান হোসেনের ছেলে রাজিব উদ্দিন। তারা সবাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত এবং নিয়মিত শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী জাগলার চরে ভূমিহীনদের পক্ষে কথা বলার কারণে শামসুদ্দিনের নেতৃত্বে একদল লোক মো. হাছান উদ্দিনের ওপর হামলা চালায়। এসময় এমদাদ হোসেন ও রাজিব উদ্দিনও আহত হন।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20251217-WA0029

আহত মো. হাছান উদ্দিন বলেন, ভূমিহীনদের পক্ষে কথা বলায়- শামসুদ্দিন ও মহিউদ্দিনসহ একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। আমাদের শরীরের বিভিন্নস্থানে দায়ের কোপ রয়েছে। তারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ৫ আগস্টের পর তারা বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে বাজারের ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, ভূমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। আমি এর সঙ্গে জড়িত নই।

IMG-20251217-WA0028

আরেক অভিযুক্ত ও চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন বলেন, আমাদের বাড়িতে এসে প্রথমে এনসিপির লোকজন হামলা চালায়। তাদের কে বা কারা হামলা করেছে, তা নিশ্চিতভাবে বলতে পারছি না।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের সঙ্গে হাসপাতালে কথা বলেছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর