বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম

শেয়ার করুন:

সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার
সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার পাতলাবন এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় মদ ‘আইস ভদকা’ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার 

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীনস্থ বরুয়াকোনা বিওপি থেকে চার সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার


বিজ্ঞাপন


বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর