কুষ্টিয়ার মিরপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। এ সময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সব সময় সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট। অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সীমান্ত দিয়ে কোনো দুষ্কৃতকারী বাংলাদেশ ত্যাগ করে পালাতে পারবে না। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের এই সময়ে দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বড় সহায়তা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমআই

