হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৩৬ লাখ ৪৫ হাজার টাকা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজ্ঞাপন
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। দুপুরে একটি বালুবাহী ডাম্প ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এরপর ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। তবে এ সময় ট্রাকের মালিক বা চালককে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। একইসঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/একেবি

