বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল জব্দ, এলাকায় আতঙ্ক

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল জব্দ, এলাকায় আতঙ্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক শাখার সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল জব্দ করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ব্যাংকটির সামনে থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কনের ভাইয়ের ইটের আঘাতে বরের মা নিহত: মামলা দায়ের, গ্রেফতার ৫

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার প্রধান ফটকের সামনে ককটেল সাদৃশ্য চারটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এসময় র‍্যাব-১৩ রংপুরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আইনগত প্রক্রিয়া শেষ হলে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর