মহান বিজয় দিবস উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বাগুনীপাড়া অঙ্কুর ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মো. মহিবুর রহমান মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল আলম রিপনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন-অ্যাডভোকেট মরহুম আতিক উল্লাহ এমপির সহধর্মিণী আলহাজ আমিনা খাতুন।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন - জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুস সালাম ইকবাল, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জালাল আহমদ, হবিগঞ্জ আইনজীবী সমিতির লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট অলিউর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সমাজসেবক আব্দুল আউয়াল, আলাই মিয়া, শিক্ষক মো. আব্দুল জব্বার, অঙ্কুর ক্লাবের সাবেক সভাপতি মকছুদ আলী মেম্বার, মো. জিয়াউর রহমান আমিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মো. আব্দুল আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও ক্লাবের আজীবন সদস্যদেরকে ক্রেস্ট উপহার প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এর আগে ক্লাবের আয়োজনে দেওয়া হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা।
প্রতিনিধি/এসএস

