বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় ২১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ২১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নেত্রকোনার কলমাকান্দায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন— কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৩৬) এবং একই গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে জাবেদ পারভেজ ওরফে আলম (৪২)।

আরও পড়ুন

রংপুরে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অধিদফতরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটক দুই মাদক কারবারির কাছ থেকে দুই হাজার ১০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর