বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

রংপুরে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

রংপুরে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হ্যান্ড’ ফেজ ২–এর অংশ হিসেবে পীরগঞ্জ, পীরগাছা ও বদরগঞ্জ থানার আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার ব্যক্তিদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহেল রানা।


বিজ্ঞাপন


thumbnail_999

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, ‘অপারেশন ডেভিল হ্যান্ড’ ফেজ ২–এর অংশ হিসেবে পীরগঞ্জ থানা ৭ জন, পীরগাছা থানা ৪ জন এবং বদরগঞ্জ থানা ১ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে পীরগঞ্জ উপজেলা গ্রেফতার ব্যক্তিরা হলেন, মিঠিপুর ইউনিয়নের ৩ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোবাহান (৪৫) একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক (৪৫), সদস্য বাবলু মিয়া (৫৫), রায়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইব্রাহিম (৫০) একই ওয়ার্ডের বন ও পরিবেশ ও দফতর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪০), যুবলীগের সক্রিয় সদস্য আতিয়ার রহমান, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক লিভেন (৪৫)।

আরও পড়ুন

দিনাজপুরে হত্যাসহ সাত মামলার পলাতক আসামি আ.লীগ নেতা গ্রেফতার

পীরগাছা থানার গ্রেফতার ব্যক্তিরা হলেন, পীরগাছা উপজেলার যাদুর লস্কর এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকতার হোসেন (৫৩), পীরগাছা সদরের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল ইসলাম (৪৩), ৩ নং ইটাকুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ (৪৮) উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য সাজ্জাদুর রহমান (৩২)।


বিজ্ঞাপন


thumbnail_598579645_814239571613558_4017788196190060378_n

এদিকে বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম মাহাদীকে গ্রেফতার করছে বদরগঞ্জ থানা পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহেল রানা বলেন, গ্রেফতার ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে প্রেরণ করা হলে পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করে। শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর