বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রশাসনের উদ্যোগ না থাকায় ‘মুক্ত বাংলা’ রং করল ইবি ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

প্রশাসনের উদ্যোগ না থাকায় ‘মুক্ত বাংলা’ রং করল ইবি ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘মুক্ত বাংলা’ দীর্ঘদিন ধরে অবহেলা ও রং না থাকার কারণে সৌন্দর্য হারিয়েছে। বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করলেও এই গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় নিজ উদ্যোগে রং করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শেষে সংগঠনটির নেতাকর্মীরা ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যে রং করার কাজ শুরু করেন।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব ও অপরিচ্ছন্নতার কারণে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত ভাস্কর্যটির সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে পড়েছিল। অথচ বিজয় দিবসকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য আয়োজন থাকলেও ‘মুক্ত বাংলা’র সংস্কার বা রংয়ের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়টি নিয়ে ক্ষোভ থেকেই ছাত্রদল এ উদ্যোগ গ্রহণ করে।

আরও পড়ুন

মহান বিজয় দিবসে ইবি জিয়া পরিষদ ও ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সংঘটিত মুক্তিযুদ্ধে শহিদদের সম্মান জানাতে ৩৬টি বিভাগ, ৮টি হলসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, সামাজিক ও সাংবাদিক সংগঠন এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। অথচ এই আয়োজনকে সুন্দর করার ক্ষেত্রে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা নানা খাতে লাখ লাখ টাকা ব্যয় করলেও মাত্র ১০-২০ হাজার টাকা খরচ করে এই স্মৃতিস্তম্ভটি রং করতে পারেনি। আমরা মনে করেছি, মুক্ত বাংলায় নতুনত্ব ও সৌন্দর্য ফিরিয়ে আনা জরুরি। সে লক্ষ্যেই ছাত্রদলের পক্ষ থেকে রং করার ব্যবস্থা করেছি।

অন্যদিকে বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব রাজিবুল ইসলাম বলেন, মুক্ত বাংলায় রং করার বিষয়ে আমাদের সিদ্ধান্ত ছিল এবং এটি নিশ্চিত করার দায়িত্বে ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মোয়াজ্জেম হোসেন। ইঞ্জিনিয়ারিং অফিসের মাধ্যমে কাজটি করার কথা ছিল। তবে ১৫ ডিসেম্বর খোঁজ নিয়ে জানতে পারি, তিনি চেষ্টা করলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


উল্লেখ্য, মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণকারী গুরুত্বপূর্ণ এই ভাস্কর্যটির যথাযথ রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর