বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মহান বিজয় দিবসে ইবি জিয়া পরিষদ ও ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

মহান বিজয় দিবসে ইবি জিয়া পরিষদ ও ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জিয়া পরিষদ ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।


বিজ্ঞাপন


এসময় জিয়া পরিষদ ও ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও প্রফেসর ড. ফারুকুজ্জামান খানের নেতৃত্বে ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান, সিনিয়র প্রফেসর ড. আলিনূর রহমান, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রফেসর ড. নুরুন নাহার, প্রফেসর ড. আব্দুল গফুর গাজি, প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. রাশেদুজ্জামান, প্রফেসর ড. এ কে এম নূরুল ইসলাম, প্রফেসর ড. খোদেজা খাতুন ও প্রফেসর ড. খায়রুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

1000164061

আরও পড়ুন

গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

এর আগে এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে বের হওয়া বিজয় র‍্যালিতে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


বিজ্ঞাপন


শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর