মহান বিজয় দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে জয়পুরহাট-পাঁচবিবি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে র্যালিটি জয়পুরহাট শহরের সুগারমিল এলাকা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
কর্মসূচিতে অংশ নেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল গফুর মণ্ডল, সাবেক সভাপতি আব্দুর রউফ বুলু, সাবেক সদস্য সচিব আবুল হোসেন, পাঁচবিবি পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এসএস

