বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে মহান বিজয় দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে মহান বিজয় দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


বিজ্ঞাপন


সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে শিশু-কিশোরদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

1000066904

অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। এসময় তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আজও আমাদের পথনির্দেশনা দেয়। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী এবং স্বাধীনতাকামী সকল মানুষের আত্মার মাগফেরাত কামনা করেন।


বিজ্ঞাপন


এ সময় তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে গণতন্ত্র ও বাকস্বাধীনতা রক্ষায় আত্মত্যাগকারী ছাত্র-জনতার অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের ত্যাগের বিনিময়েই দেশ স্বৈরাচারমুক্ত হয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

 

সকাল সাড়ে ৮টায় বাকৃবি শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে ভাইস-চ্যান্সেলর পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

1000066905

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্স, আবাসিক হলসমূহ এবং বিভিন্ন সংগঠনের ব্যবস্থাপনায় প্রীতি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর