ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জেলা শহরের ফারুকী পার্কের স্মৃতি সৌধে দিবসটির শুভ সূচনা করা হয়।
বিজ্ঞাপন
পরে শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান, পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ। পরে গার্ড অফ অনারের মধ্য দিয়ে একাত্তরের রণাঙ্গনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপরে শহিদ বেদিতে বিভিন্ন সরকারি, বে-সরকারি দফতর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে রাজনৈতিক দলের পক্ষ থেকে শহিদ বেদিতে শ্রদ্ধা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ।
শহীদ স্মৃতিসৌধে আসা সাধারণ মানুষের সবার কণ্ঠে ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি অদম্য বাংলাদেশকে বিশ্বের বুকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

