‘সাইকেলে চলি সবুজের কথা বলি’ প্রতিপাদ্যে মহান বিজয় দিবসে উপলক্ষে দুইশতাধিক সাইক্লিস্টদের অংশগ্রহণে খুলনায় সাইকেল র্যালি করেছে খুলনা সাইক্লিস্ট।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগরীর শিববাড়ির মোড়ে দুরন্ত বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় এতে ব্যতিক্রমধর্মী সাইকেল স্টান্ট শো করেন সাইক্লিস্টরা।
বিজ্ঞাপন
এ উপলক্ষে সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে এ দেশের তরুণ প্রজন্ম। এ জন্য তাদের প্রশিক্ষিত, দক্ষ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সাইক্লিস্টরা সারাদেশে নতুন প্রজন্মের মধ্যে এ বার্তা পৌঁছে দিতে হবে।
দুই শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেন বিজয় রাইডে। যেখান আরও উপস্থিত ছিলেন যশোহর নওয়াপাড়া থেকে আগত নওয়াপাড়া সাইক্লিস্ট এবং নওয়াপাড়া স্টান্ট রাইডার।
উক্ত রাইডটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড় থেকে শুরু করে আবার একই স্থানে এসে শেষ হয়। দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানে দৃষ্টিনন্দন সাইকেল স্টান্ট শো প্রদর্শন করে খুলানা সাইক্লিস্ট ও নওয়াপাড়া স্টান্ট রাইডারদের সাইক্লিস্ট।
বিজ্ঞাপন
![]()
বিজয় রাইডের উদ্বোধন করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক আসিফ আহম্মেদ, সিয়ামের পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ্, দুরন্ত বাইসাইকেলের মার্কেটিং প্রতিনিধি ফয়সাল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আনিন নাইম খান এবং মাহাথীর মোহম্মদ অথৈ। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা সাইক্লিস্ট অ্যাডমিন প্যানেল থেকে রেজা উর রহমান এবং কাজী যোবায়ের সাদিক, সাহেদ খান ও মো. হিমেল প্রমুখ।
প্রতিনিধি/এসএস

