বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পটুয়াখালীতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ

পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ বনৌজা কুশিয়ারা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পায়রা বন্দরের প্রশাসনিক ভবনের টার্মিনাল এলাকায় জাহাজটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এতে বিভিন্ন বয়সী দর্শনার্থীর পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।


বিজ্ঞাপন


বিকাল চারটা পর্যন্ত পরিদর্শনকালে দর্শনার্থীরা জাহাজটির অস্ত্র ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম এবং নৌবাহিনীর দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেন।

নৌবাহিনীর সদস্যরা জানান, সাধারণ মানুষের সঙ্গে বাহিনীর সম্পর্ক জোরদার করা এবং তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর