সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল ইন্ডিয়া: ববি অধ্যাপক হাফিজ আশরাফ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল ইন্ডিয়া: ববি অধ্যাপক হাফিজ আশরাফ

‘পাকিস্তানিরা নয় বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া’ -এমন মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলেও তিনি ভিডিওতে মন্তব্য করেন। এছাড়াও ‘আমাদের দেশের বুদ্ধিজীবীরা শুধু বুদ্ধি বিক্রি করে খায়’ বলে মন্তব্য করতে শোনা গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ববির কীর্তনখোলা হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।


বিজ্ঞাপন


সোমবার (১৫ ডিসেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে সমালোচনার ঝড়। এক মিনিট ৪২ সেকেন্ডের বক্তব্যের সেই ভিডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। এছাড়া সভায় উপস্থিত একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষক হাফিজ আশরাফও ভিডিওটি তার নয় বলে মন্তব্য করেননি। বুদ্ধিজীবীদের হত্যায় কারা জড়িত সেই ইতিহাস পর্যালোচনার দাবি রাখে বলে এ প্রতিবেদককে জানান এ শিক্ষক।

thumbnail_WhatsApp_Image_2025-12-15_at_4.38.50_PM

সভায় অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের দেওয়া তথ্যসহ ভিডিওতে দেখা যায়, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে ববির কীর্তনখোলা হলে বেলা ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান অতিথি ছিলেন ববি উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম। ববির বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়ের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের শিক্ষক প্রজ্ঞা পারমিতা বোসের সঞ্চালনায় সভা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ববির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সানজিয়া সুলতানা ও বিজয় ২৪ আবাসিক হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বাছির। এর আগে শিক্ষকরা সকাল সাড়ে ৮টার দিকে ববির শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শ্রদ্ধা জানান জানান।


বিজ্ঞাপন


সভার সেই ভিডিওতে শিক্ষক হাফিজ আশরাফ প্রধান আলোচকের বক্তব্যে ওসমান হাদি প্রসঙ্গে মন্তব্য করে বলেন, ‘বাংলাদেশে যদি এক দুই তিন পিস প্রোপার ইনটেলেকচুয়াল বুদ্ধিজীবী থেকে থাকে, ওসমান হাদি তাদের ভেতর একজন। সমাজে এরা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত না যেমন সক্রেটিস ও ছিল না’।

আরও পড়ুন

‘জামায়াতে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না’

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘আমাদের দেশের বুদ্ধিজীবীরা শুধু বুদ্ধি বিক্রি করে খায়, অমুক দল, তমুক দল। অমুকের অনুসারী, তাদেরকে মিথ্যা কথা বলে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্তি করে জাস্ট নিজের পকেটে টাকা পয়সা ঢোকায়। সেই বুদ্ধিজীবীরা হয়ত ৭১ সালের সেই ১৪ ডিসেম্বর মরে নাই, এদের যারা মারছে, তাদের আরেকবার একটু দেখেন, ডেফেনটলি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মেরেছে- এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই’।

সভায় উপস্থিত একাধিক ব্যক্তির দাবি, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা শিক্ষক হাফিজ আশরাফের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ববি শিক্ষার্থী বলেন, ‘ইতিহাস বিকৃত করে করে একটি দলের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও কলঙ্ক মুছে ফেলার অপচেষ্টা চলছে- যা কোনোভাবেই শিক্ষার্থীরা মেনে নেবে না। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও চলমান থাকলে শিক্ষার্থীরা তা প্রতিহত করবে’।

আরও পড়ুন

নড়িয়াতে কোনো মামলা হলে আপনি আসামি হবেন, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি

এ ব্যাপারে শিক্ষক হাফিজ আশরাফুল হক জানান, ‘২৪ এর বিপ্লবে ভারতীয় আধিপত্যবাদ ও নারকীয় তাণ্ডব আমাদের ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যায় কারা জড়িত সেই ইতিহাস পর্যালোচনার দাবি রাখে। ২৪ এর বিপ্লবে যেভাবে ভারত আমাদের সন্তানদের হত্যা করে ফ্যাসিস্টের সহায়তায়, এই চোখে দেখা ইতিহাস ও ৭১ এর ইতিহাস বিকৃতির নানাবিধ কারণে আমাদের মনে প্রশ্ন জাগায়, ডেফিনেটলি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে জড়িত কিনা? এ ব্যাপারে গবেষণা হওয়া উচিত, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই’।

এ প্রসঙ্গে ববি উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম গণমাধ্যমকে বলেন, ‘এরকম কোনো বক্তব্য দিয়েছে বলে আমি শুনিনি। আমি ওখানে উপস্থিত ছিলাম, উনি বিষয়টি অন্যভাবে বলেছেন, আপনি বিষয়টি উপস্থাপন করছেন ভিন্নভাবে।’। তখন শিক্ষক হাফিজ আশরাফ কীভাবে বলেছেন? এমন প্রশ্নে উপাচার্য বলেন, ‘আমি একজেক্টলি বলতে পারব না, যারা ওখানে উপস্থিত ছিলেন তারা সভা রেকর্ড করেছেন। পুরো বক্তব্য না শুনে বলা যাবে না’

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর