সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দোহার-নবাবগঞ্জে রাস্তায় মোড়ে মোড়ে এখনও ব্যানার ফেস্টুন

উপজেলা প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

দোহার-নবাবগঞ্জে রাস্তায় মোড়ে মোড়ে এখনও ব্যানার ফেস্টুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও নির্বাচন কমিশনারের নির্দেশনা অমান্য করে ঢাকা- ১ আসনের সংসদীয় এলাকায় শোভা পাচ্ছে নির্বাচনের আগাম ব্যানার, ফেস্টুন ও তোরণ। নির্বাচনের প্রাথমিক পর্যায়ের আচরণবিধি মানছেন না অনেক প্রার্থী। বিএনপি ও জামায়াত আনুষ্ঠানিকভাবে রাস্তার উপর থেকে কিছু তোরণ ও ব্যানার ফেস্টুন সরিয়ে ফেললেও, অধিকাংশ এলাকায় এসব নির্বাচনি পোস্টার দেখা গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যানার ফেস্টুন সরিয়ে নেয়ার জন্য নির্বাচন অফিস মাইকিংও করেছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দোহার উপজেলার দোহার থানার মোড় থেকে ফুলতলা পর্যন্ত, লটাখোলা করম আলী মোড় থেকে বাহ্রা এলাকা পর্যন্ত রাস্তার দুপাশে প্রার্থীদের পক্ষে শুভেচ্ছা ব্যানার দেখা যায়। এসবের মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী অ্যাড. অন্তরা সেলিমা হুদার ব্যানার- ফেস্টুন ও তোরণ চোখে পড়ে। অন্যদিকে নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা, বান্দুরা, নবাবগঞ্জ, বাগমারা, শিকারীপাড়া, টিকরপুর এলাকায় চোখে পড়ে দলীয় ব্যানার পোস্টার। এসবের মধ্যে প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচনে ভোট চেয়ে শুভেচ্ছা জানিয়ে করা হয়েছে ব্যানার ফেস্টুন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

দোহারে জামায়াত প্রার্থীর নির্বাচনি ব্যানার ফেস্টুন অপসারণ

গতকাল শনিবার বিকেলে দোহার থানার মোড়ে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক নেতাকর্মীদের সাথে নিয়ে বেশ কয়েকটি তোরণ ও ব্যানার, ফেস্টুন নামিয়ে ফেলেন।

দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর এ আলম ঝিলু জানান, আমরা নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়ে ও আমাদের দলীয় হাই কমান্ডের নির্দেশনা মেনে রাস্তা থেকে নির্বাচনির আগাম বার্তার সব সরিয়ে ফেলেছি। 

thumbnail_অন্তরা_সেলিমা_হুদার_ব্যানার_বাঁশতলা_থেকে_তোলা


বিজ্ঞাপন


এ বিষয়ে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, আমরা আমাদের নেতাকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলেছি। কিছু ব্যক্তিগত শুভেচ্ছা ব্যানার রয়েছে। সেগুলো অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 

দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর এ আলম ঝিলু জানান, আমরা নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়ে ও আমাদের দলীয় হাই কমান্ডের নির্দেশনা মেনে রাস্তা থেকে সব প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলেছি। 

দোহার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা দ্বীন মুহম্মদ রাসেল জানান, প্রার্থীদের অবগত করে মাইকিং ও আচরণবিধির প্রজ্ঞাপনের কপি বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের পর এগুলো সরিয়ে না নেয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর