ঢাকা ১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নজরুল ইসলাম তার নির্বাচনি এলাকায় নির্বাচন কমিশনারের বেধে দেওয়া সময়ের মধ্যে দলীয় ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে দোহার উপজেলার বিলাশপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
তিনি এসময় বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী ঘোষণার ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি নির্বাচনি প্রচারণার ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছিল আমরা নিজ হাতে সরিয়ে ফেলব।
তিনি এসময় নেতাকর্মীদের দোহার নবাবগঞ্জ এলাকায় যেসব প্রচার প্রচারণার কাজে ব্যবহৃত সব সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সহ সেক্রেটারি কামাল হোসাইন, দোহার উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ শহীদুজ্জামান ভুলু, সেক্রেটারি নুর এ আলম ঝিলু, নবাবগঞ্জ উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আলীসহ অন্যান্য নেতাকর্মী।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

