বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত থাকার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।
রোববার (১৪ ডিসেম্বর) রাজশাহী নগরীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দলটির নেতারা এ কথা জানান।
বিজ্ঞাপন
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখা এ কর্মসূচি আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।
এ সময় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. শাহাদাৎ হোসাইনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
সভায় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও দলটির মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অথচ মহান বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বর জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। মূলত দেশকে মেধাশূন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি শহীদ বুদ্ধিজীবীদের যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, স্বাধীনতার দুই দিন আগে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। ১৬ই ডিসেম্বরের পরও হত্যাকাণ্ড হয়েছে। তখনতো পাকিস্তানি বাহিনী ছিল না। কোনো শক্তি সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল? তার জন্য পাকিস্তানি কি বাহিনীকে দায়ী করতে পারি? তার পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাও দায়ী থাকতে পারে। এটা নিয়েও বিতর্ক রয়েছে। এটা বের করার দায়িত্ব ছিল স্বাধীনতা পরিবর্তী যারা ক্ষমতায় এসেছিল তাদের। কিন্তু তারা তা করেননি।
প্রতিনিধি/এসএস

