রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত 

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত 

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে পালিত হচ্ছে শহিদ বুদ্ধিজীবী দিবস। রোববার (১৪ ডিসেম্বর) সকালে শুরুতে ফেনী জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের আহ্বায়ক আবু নাছের চৌধুরী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন, পৌর প্রশাসন, গণপূর্ত বিভাগ, ফেনী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ফেনী, সড়ক ও জনপদ বিভাগ, ফেনী, জেলা আনসার ও ভিডিপি অফিস, ফেনী, জেলা প্রাণিসম্পদ অফিস, ফেনী, জেলা শিল্পকলা একাডেমি, ফেনী, ফেনী সদর উপজেলা প্রশাসন, ফেনী পল্লি বিদ্যুৎ সমিতি, ফেনী জেলা পানি উন্নয়ন বোর্ড, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ফেনী শিশু একাডেমি, ২৫০ শয্যা, ফেনী জেনারেল হাসপাতাল, জাতীয় নাগরিক পার্টি, পরিবেশ অধিদফতর ফেনী, কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ফেনী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।

সভায় জেলা প্রশাসক মনিরা হক এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের আহ্বায়ক আবু নাছের চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব ও ডা. আলা উদ্দিন, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, ফেনী জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ইসলামী আন্দোলন ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক, ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জুলফিকার আলী ভুট্টু, ছাত্র সমাজের প্রতিনিধি প্রিন্স মাহমুদ আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের নিধনের মাধ্যমে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল। প্রতিটি বিপ্লব আন্দোলনে বুদ্ধিজীবীদের টার্গেট করা হয়। ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বুদ্ধিজীবীরা নেতৃত্ব দেবেন। এসময় বুদ্ধিজীবী হত্যার সঠিক বিচার দাবি করা হয়।


বিজ্ঞাপন


শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের সাহসী ভূমিকায় আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন দেখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে সব মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত-প্রার্থনার আয়োজন করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর