সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী চাকমা জাহিদ গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী চাকমা জাহিদ গ্রেফতার
গ্রেফতার ছাত্রদল কর্মী মো. জাহিদুল ইসলাম প্রকাশ চাকমা জাহিদ ।

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর সদরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ উল্যাহ (১৮) খুনের ঘটনায় জড়িত এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷

গ্রেফতার ছাত্রদল কর্মীর নাম মো. জাহিদুল ইসলাম প্রকাশ চাকমা জাহিদ (২০)।


বিজ্ঞাপন


রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহেদুল ইসলাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার দানামিয়া সর্দার বাড়ির মৃত মো. ইউসুফের ছেলে।

নিহত তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার আলমগীর কোম্পানি বাড়ির বাস চালক আলমগীর হোসেন ও বিবি জহুরার একমাত্র ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। এ ছাড়া দি রেড জুলাই মঞ্চের আহ্বায়ক ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উদ্যোক্তা ছিলেন। সর্বশেষ গত ৪ মাস আগে তাহমিদ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, পুলিশের একাধিক চৌকস টিম ঘটনাস্থল ও আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ঘটনার সাথে জড়িত কতিপয় আসামিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে পুলিশ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত জাহিদুল ইসলামকে (২০) শনিবার বিকেলে জোরারগঞ্জ ইউনিয়নের তাজপুর এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ তাহমিদ হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয় স্বীকার করেছে৷ তার দেওয়া তথ্য অনুযায়ী, বারইয়ারহাট পৌরসভার জামালপুর রবিউল হক সওদাগর বাড়ির পানির ড্রেন থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার জব্দ করা হয়৷


বিজ্ঞাপন


আরও পড়ুন

৯৯৯-এ ফোন পেয়ে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার, গ্রেফতার ১

ওসি আরও বলেন, তাহমিদ খুনের ঘটনায় শুক্রবার রাত ৯টায় তাহমিদের মা জোহরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় (মামলা নং-৫) দায়ের করেছেন। ওই মামলায় জাহিদুলকে আসামি করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য আসামিদের নাম বলেছে জাহিদ। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর এলাকায় হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের বারইয়ারহাট পৌরসভার একটি দোকানে পায়ের উপর পা তুলে বসেছিলেন। এসময় দোকানে আসেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন। তাকে দেখে জুবায়ের পা নামিয়ে না বসায় লিটন জুবায়েরকে লাথি মারে। এরপর উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা জড়ায়। পরবর্তীতে লিটন ও জুবায়ের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলীর লোকজন নিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত তাহমিদসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত তাহমিদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় তার মৃত্যু হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর