সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির দুপক্ষের হাতাহাতি

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির দুপক্ষের হাতাহাতি

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

এসময় শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের তোড়া ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।


বিজ্ঞাপন


রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহিদ স্মৃতি নামফলক কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করছিলেন। একই সময়ে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন একই ব্যানারে তার অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসলে দুইপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

thumbnail_IMG_20251214_16084784

অভিযোগ রয়েছে, এসময় নাসরিনের ওপর বিএনপির অন্য পক্ষের কয়েকজন নেতাকর্মী চড়াও হয়ে তাকে হেনস্তা করা হয় এবং সাথে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের তোড়াও ভেঙে ফেলা হয়েছে। পরে ভাঙা ফুলের তোড়া দিয়েই শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বেদিতে শ্রদ্ধা জানানো হয়।


বিজ্ঞাপন


আফরোজা খানম নাসরিনের অভিযোগ, একই সময় শ্রদ্ধা জানাতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের নেতাকর্মীরা তার ওপর হামলা করে তাকে লাঞ্ছিত করা হয় এবং ফুলের তোড়া ভেঙে ফেলা হয়। এ ঘটনার তিনি আইনি পদক্ষেপ না নিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় যাওয়ার কথা বলেছেন।

thumbnail_IMG_20251214_16081030

আরও পড়ুন

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত 

এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার শিরিন বলেন, কর্মীদের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত। পরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর