সীমান্ত এলাকার অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আয়োজন করা হয়েছে বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্পেইন। এতে কয়েকশ’ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ শীতের উষ্ণতা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় বালিয়াডাঙ্গী উপজেলার মারাধর এলাকায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
রত্নাই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত, বাঙালি সরকার মঈনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে সীমান্তবর্তী মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তার বার্তা পৌঁছে দেয় বিজিবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া। এসময় প্রায় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
![]()
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় ৫০০ জন নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন রোগের চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
মেডিক্যাল ক্যাম্পে সেবাদানকারী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নিরুপমা রায় ঢাকা মেইলকে বলেন, এখানে শীতজনিত রোগ, শারীরিক দুর্বলতা ও সাধারণ স্বাস্থ্য সমস্যার রোগী বেশি পাওয়া যাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার।
![]()
এসময় বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জন বিজিবির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য আমরা নিয়মিত শীতবস্ত্র বিতরণ, চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করি। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
![]()
বিজিবির এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শীতবস্ত্র ও চিকিৎসাসেবা পেয়ে কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। তারা বলেন, দুর্গম সীমান্ত এলাকায় এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ, বিজিবি এমএসসহ অন্যান্য কর্মকর্তা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
![]()
সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে— এমন প্রত্যাশা স্থানীয়দের।
প্রতিনিধি/এসএস

