রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় খামারে আগুন, পুড়ল ২৯ ছাগল

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় খামারে আগুন, ২৯ ছাগল পুড়ে মৃত্যু

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি এলাকায় অগ্নিকাণ্ডে একটি খামারের দুটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে ২৯টি ছাগল।

রোববার (১৪ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, ভোর পৌনে ৪টার দিকে সদর উপজেলার কাইলাটি এলাকার ‘ব্রাদার্স ইনডিকেটেড ফার্মে’ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

1000170872

তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে।


বিজ্ঞাপন


খামারের মালিক শাহ রফিকুর রহমান অ্যাপেলো বলেন, আগুনে খামারের দুটি ঘর, ২৯টি ছাগল এবং ছাগলের খাদ্য সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

সিরাজদীখানে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৬ ভরি স্বর্ণালংকার লুট

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক বলেন, বিগত ৩০ বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। আগুন লাগার ঘটনা নাশকতার ইঙ্গিত দিতে পারে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর