রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজদীখানে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৬ ভরি স্বর্ণালংকার লুট

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

সিরাজদীখানে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৬ ভরি স্বর্ণালংকার লুট

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ২৬ ভরি স্বর্ণালংকারসহ আরও অনেক মূল্যবান জিনিস লুট করে ডাকাতদল।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, প্রায় ১৫-২০ জন মুখোশ পরা ডাকাতরা নৌপথে ট্রলারযোগে এসে আমাদের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টি করে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। তাদের হাতে ছিল দা, চাইনিজ কুড়াল, আগ্নেয়াস্ত্র (শটগান)। এ সময় ডাকাতরা ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রার প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায়।


বিজ্ঞাপন


সিরাজদীখান থানার ওসি এম. হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর